সিলেটের কানাইঘাট উপজেলার সুরইঘাট সীমান্ত দিয়ে চোরাইপথে আসা তিন লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ চাউলের চালান আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। রোববার (১৪ মার্চ) দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটের সময় সিলেট-জকিগঞ্জ সড়কের শাহগলি বাসষ্টেশনে চেকপোস্ট বসিয়ে পৃথক দু'টি পিকআপ গাড়িতে থাকা ১০৫ বস্তা চাল আটক করে পুলিশ। এ সময় পিকআপ দু'টির ড্রাইভার ও হেলপার সহ ৩ জনকে আটক করা হয়েছে বলে জানা যায়। আটককৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট থানার টেকর নয়াখেল এলাকার আলাউর রহমানের ছেলে মোঃ জামিরুল ইসলাম (২৪), আব্দুল গণীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২১) ও লুৎফুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (২০)। এ ঘটনায় জকিগঞ্জ থানার এসআই মোহন রায় বাদী হয়ে ৪ জনকে আসামী করে নিয়মিত মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম।
পুলিশ সুত্রে জানা যায়, জকিগঞ্জ থানার এসআই মোহন রায়ের নেতৃত্বে একদল পুলিশ জকিগঞ্জ উপজেলার শাহগলি বাসষ্টেশনে চেকপোস্ট বসিয়ে দু'টি পিকআপ গাড়ি যার নাম্বার যথাক্রমে ঢাকা মেট্রো -ন-১৫-৬০৩৯ ও ঢাকা মেট্রো -ন-১৬-৪৯২০ সন্দেহ জনকভাবে আটক করেন। এ সময় গাড়ি দু'টিতে তল্লাশীকালে একটি গাড়িতে হলুদ রংয়ের প্লাস্টিকের ৫০ বস্তা চাউল ও অপর গাড়িতে ৫৫ বস্তা চাউল দেখে পুলিশ গাড়ি চালকের নিকট চাউল ক্রয় বিক্রয়ের রশিদ চাইলে রশিদ প্রদানে ব্যার্থ হয়। এ সময় আটককৃতরা উপস্থিত লোকজনের সামনে পুলিশকে জানায়, কানাইঘাট উপজেলার দক্ষিণ লক্ষীপ্রসাদ এলাকার বাসিন্দা ও কানাইঘাট পূর্ব বাজারের জনৈক চাউল ব্যবসায়ী আব্দুল্লাহ ভারত থেকে সুরইঘাট সীমান্ত দিয়ে চোরাইপথে উক্ত চাউল বাংলাদেশে নিয়ে আসে এবং তা বিভিন্ন স্থানে পাচার করে।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার এসআই মোহন রায় জানান, আটক ও পলাতক আসামীরা সরকারের শুক্ল বা কর ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে উক্ত চাউল এনে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) ধারার অপরাধ করেছে। তাই এ সংক্রান্তে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !