জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকায় সিলেট নগরীর গুলশান হোটেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিলেট জেলার প্রতিটি উপজেলার প্রতিনিধিদের উপস্থিতিতে ৩ বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটিতে অত্যন্ত ক্লীন ইমেজের একজন সফল প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক কে সভাপতি নির্বাচিত করা হয়েছে। একজন ভালো প্রধান শিক্ষক হিসাবে তাঁর পরিচিতি রয়েছে গোটা উপজেলাব্যাপী। তিনি একজন সফল শিক্ষকের পাশাপাশি একজন সফল অভিভাবকও বটে। তাঁর ছেলে-মেয়েরাও জকিগঞ্জে বারবার মেধার সাক্ষর রেখেছে। কর্মজীবনে বেশ কয়েকটি রেকর্ডের অধিকারী তিনি। তিনি বিগত কর্মস্থল আমলসীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালে সমাপনী পরীক্ষায় ১৫টি জিপিএ-৫ ও ২০১৪ সালে ১২টি স্কলারসীপ পাওয়ারও রেকর্ড গড়েছিলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !