জকিগঞ্জ-আটগ্রাম সড়কের তালনদীর পার্শ্ববর্তী রুবেল আহমদের বন্দোবস্তকৃত ফিসারী নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এনিয়ে গত বছরের আগস্ট মাসের ১৪ তারিখ জকিগঞ্জ থানায় মামলাও হয়েছিল। জকিগঞ্জ থানার মামলা নং ১৪, তারিখ-১৪.০৮.২০২০ খ্রিষ্টাব্দ।
এ ঘটনায় সূত্র ধরে রোববার (২১ ফেব্রুয়ারি ) সকালে ফিসারীর দক্ষিণ পাশের জমির মালিক ওয়েছ আহমদ গং রুবেল আহমদের বন্দোবস্তকৃত ফিসারী পার কাঁটতে শুরু করেন। এনিয়ে ফিসারীর পাহারাদার মনসুরপুর গ্রামের মৃত আছিব আলীর ছেলে মোঃ শাহান বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে ওই পাহারাদার আহত হন বলে জানা যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফিসারী থেকে মাছ ধরে নিয়ে গেছেন বলে ৩ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আসামী করে জকিগঞ্জ থানায় অভিযোগ করেছেন ফিসারীর পরিচালক রুবেল আহমদ।
অভিযোগে উল্লেখ করেন, তিনি ফিসারী দেয়ার পর থেকে প্রতিপক্ষের লোকজন তাকে ক্ষয়ক্ষতি করে আসছেন। তারা সুযোগ পেলেই ফিসারী থেকে মাছ ধরে নিয়ে যায়। এতে তিনি সময়ে সময়ে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি তাদের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে গত বছর আইনের আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন বেপরোয়া হয়ে উঠে। সে ঘটনার জের ধরেই রোববার তারা ফিসারী পার কাঁটা, মারধোর ও মাছ লুটপাট চালায় এবং প্রাণ নাশের হুমকি দেয়।
ফিসারীর পরিচালক রুবেল আহমদ এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহ সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !