স্টাফ রিপোর্টার
সিলেটের জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই বাছাই নিদের্শিকা অনুযায়ী শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ অনুযায়ী বেসামরিক পর্যায়ে ১৩ জন ও সামরিক পর্যায়ে ৪ জন মুক্তিযোদ্ধার সাক্ষাতকার ও যাচাই বাছাই করেছেন উপজেলা যাচাই বাছাই কমিটি। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক মনোনীত সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, সদস্য সচিব ইউএনও সুমী আক্তার, সংসদ সদস্য কর্তৃক মনোনীত বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর ও জেলা প্রশাসক কর্তৃক মনোনীত বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী।
যাচাই বাছাই কমিটির সদস্যরা বলেন, নিদের্শনা অনুযায়ী সকল তথ্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রেরণ করা। সে অনুযায়ী তারা সিন্ধান্ত গ্রহণ করবেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !