সিলেটের জকিগঞ্জ পৌরসভা শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে জামানত হারালেন সাবেক ৩ মেয়র সহ মোট ৫জন মেয়র প্রার্থী। জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে পর্যাপ্ত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়। নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের পদত্যাগকারী সভাপতি মোঃ আব্দুল আহাদ। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে তাঁর পিতা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সভাপতি প্রয়াত আনোয়ার হোসেন সোনাউল্লাহ এ পৌরসভার মেয়র ছিলেন এবং তিনি এর আগে কউন্সিলর ছিলেন।
এবারের পৌরসভা নির্বাচনে সাবেক ৩ জন মেয়র সহ মোট ৫ জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো ৫ প্রার্থী হলেন- সদ্য সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও সাবেক জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জকিগঞ্জ পৌরসভা বিএনপি'র আহবায়ক ইকবাল আহমদ তাপাদার, একাধিক বারের কাউন্সির ও সাবেক মেয়র জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জকিগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক ফারুক, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির এমডি হ্যাঙ্গার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ জাফরুল ইসলাম ও জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি চামচ প্রতীকের বিএনপি'র বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা।
জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার মোট ৮ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে বিজয়ী মোঃ আব্দুল আহাদ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১ ভোট ও আল ইসলাহ মনোনীত কাজী মাওলানা হিফজুর রহমান মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯শ ৮৫ ভোট। নতুন এই তিন মেয়র প্রার্থীর জামানত বহাল থাকলেও জামানত হারিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত দলীয় প্রতীকের ৩ জন হেভিওয়েট মেয়র প্রার্থী সহ ৫ জন মেয়র প্রার্থী। জামানত হারানো ৫ জন মেয়র প্রার্থীর প্রাপ্ত ভোট হচ্ছে, নৌকা প্রতীকের মোঃ খলিল উদ্দিন ৬৬৯ ভোট, ধানের শীষ প্রতীকের ইকবাল আহমদ তাপাদার ৬০৭ ভোট, লাঙ্গল প্রতীকের আব্দুল মালেক ফারুক ৭৫৯ ভোট, হ্যাঙ্গার প্রতীকে মোঃ জাফরুল ইসলাম ১১৫৬ ভোট ও চামচ প্রতীকে আব্দুল্লাহ আল মামুন হীরা ১৮৫ ভোট। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে দলীয় প্রতীকে নির্বাচন করে সাবেক ৩ জন মেয়রের এবারের নির্বাচনে ভোট প্রাপ্তি নিয়ে এলাকাবাসী অবাক হয়েছেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাদমান সাকিব জানান, জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৩৩৮ জন। নির্বাচনে প্রদত্ত মোট ভোট ৯ হাজার ৭৪০টি। এর মধ্যে বাতিল হয়েছে ২১৫টি ভোট। তিনি আরও জানান, প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ ১ হাজার ১৮১ ভোট কোন প্রার্থী পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে না। ১ হাজার ১৮১ ভোটের কম যে সকল প্রার্থী পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
জকিগঞ্জ পৌরসভার সাবেক ৩ মেয়র সহ ৫ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত!
Written By zakigonj news on সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১ | ৮:১১ PM
রহমত আলী হেলালী,
Labels:
জকিগঞ্জ
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !