জকিগঞ্জ উপজেলার পাঠানচক গ্রামে নির্মাণাধীন বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ খানের সমাধিসৌধ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পাঠানচক গ্রামে সমাধিসৌধ পরিদর্শনে আসলে এলাকাবাসী স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতালেব, পাঠানচক গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মকু, সাবেক প্রধান শিক্ষক লুৎফুর রহমান খান, সাবেক সেনা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ সদস্য পদপ্রার্থী আবুল কালাম খান আজাদ, সাবেক সেনা কর্মকর্তা সিরাজ উদ্দিন খান, প্রবাসী লুৎফুর রহমান খান (লুতি) ও প্রবাসী সংগঠক আজিজুর রহমান খান সহ শহীদ আব্দুল হামিদ খান এর উত্তরসূরীগণ।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতালেব অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়কে শহীদ আব্দুল হামিদ খানের রনাঙ্গনের ইতিহাস ও কিভাবে যুদ্ধে শহীদ হয়েছিলেন তা বর্ননা করেন এবং ভবিষ্যতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে সরকারের বিভিন্ন উদ্যোগ এর বিষয়ে অবগত করেন।
মুক্তিযোদ্ধাদের বিষয়ে সরকারের আন্তরিকতার বিষয়ে সুদীপ্ত রায় বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন।
পরে শহীদ আব্দুল হামিদ খানের উত্তরসূরীদের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়কে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !