বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার উদ্যোগে সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৩ জানুয়ারী) বিকেলে কালিগঞ্জ বাজারে এক প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখা সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও পূর্ব শাখার সভাপতি আমিনুল করীমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা খালেদ আহমদ, কেন্দ্রীয় প্রকাশনা ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, সিলেট জেলা (পূর্ব) শাখার সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম, সাবেক চট্টগ্রাম মহানগর সভাপতি ও সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, মুন্সীবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুর, লামারগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সদরুল ইসলাম, ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব ) শাখার প্রশিক্ষণ সম্পাদক এম জাবের আহমদ, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক সাইফুর রহমান সয়েফ, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়া সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার প্রকাশনা ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান, সাদিকুর রহমান তাপাদার, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল করিম, মাওলানা মাসুক আহমদ, ফয়সল আহমদ, মাওলানা সালেহ আহমদ, আব্দুল হামিদ জালাল, কামাল আহমদ খান, মাওলানা আব্দুল আহাদ, সাব্বির আহমদ, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সেক্রেটারি ইমদাদ আহমদ ফজল, আতাউল্লাহ ও সাইফুর রহমান প্রমুখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !