স্টাফ রিপোর্টার
ফ্রান্সে সরকারি পৃষ্ঠপোষকতায় নবী (সা.)-এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনে সারাবিশ্বে প্রতিবাদের ঢেউ উঠেছে। ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্বের বহুদেশ। বাংলাদেশের তৌহিদী জনতা ফুঁসে উঠেছেন। সেই ধারাবাহিকতায় জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
বুধবার (২৮ অক্টোবর ) বাদ আসর হাড়িকান্দী মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে আটগ্রাম বাসষ্টেশন প্রদক্ষিণ ও সংক্ষিপ্ত পথসভা শেষে পূনরায় হাড়িকান্দী মাদ্রাসায় এক প্রতিবাদ সভায় মিলিত হয়। মাদ্রাসা নির্বাহী মুহতামীম হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র আব্দুল হামিদ জালালের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হাড়িকান্দী মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল মতিন মেম্বার, মুহাদ্দিস মাওলানা নাজমুল ইসলাম লস্কর, মাওলানা আব্দুল জব্বার, মুফতি নুরুল ইসলাম, মাওলানা এনামুল হক, মাওলানা নুরে আলম মাসুম, হাড়িকান্দী মাদ্রাসার প্রাক্তন ছাত্র সাংবাদিক রহমত আলী হেলালী, প্রবাসী মাওলানা সালেহ আহমদ, সমাজসেবী মাহবুব মিছবা, আব্দুস সাত্তার, মাওলানা মুন্তাজির আহমদ, মাওলানা শিহাব উদ্দিন, ছাত্রনেতা সাইফুর রহমান ও তোফায়েল বিন জব্বার প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !