স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত কলাকুটা গ্রামে গলায় গামছা প্যাচানো অবস্থায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক শিশু কন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। নিহত শিশু মাশরাফিয়া জান্নাত তাছমিয়া (৭) কলাকুটা গ্রামের আব্দুল মালেকের মেয়ে ও স্থানীয় স্কাইলার্ক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী
জানা যায়, ঘটনার সময় শিশু তাছমিয়ার বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। তার পিতা দীর্ঘদিন থেকে ভারতে রয়েছেন এবং ওইদিন মা খালার বাড়িতে ছিলেন। তবে শিশু তাছমিয়ার কলেজে পড়ুয়া বড় বোন ও ঘরের কাজের মেয়ে ঘটনার সময় বাড়িতে ছিলেন।
শিশু তাছমিয়ার কলেজ পড়ুয়া বড় বোন জানান, প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া শেষে তার বোন চাচার সাথে ঘুমিয়েছে। সকাল ৮ টায় ঘুম থেকে উঠলে তাছমিয়াকে নিয়ে বড় বোন নাস্তা করে পূনরায় ঘুমিয়ে পড়ে। অনুমানিক সকাল ১০টায় শিশুটিকে চাচার কক্ষের পাশের কক্ষে জানালার রডের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। তখন তাদের চাচা বাড়িতে ছিলেন না।
এ প্রসঙ্গে চাচা অাব্দুল খালিক বলেন, শিশুটির বাবা-মা বাড়িতে না থাকায় রাতে সে আমার কক্ষে ঘুমায়।তাছমিয়াকে ঘুমে রেখেই ভোর সাড়ে ৫টার দিকে আমি সিএনজি নিয়ে গ্যাস আনতে গোলাপগঞ্জ চলে যাই। পরে আমাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ঘটনাটি জানানো হয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, আত্মহত্যার বিষয়টি অবিশ্বাস্য। একটি ছোট শিশু কেন আত্মহত্যা করবে এমন তা সন্দেহের সৃষ্টি করে। তাই সঠিক তদন্তের জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় বলেন, শিশুটিকে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গিয়েছে। একটি ছোট মেয়ে কি কারণে সে আত্নহত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। এ ঘটনায় কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !