জকিগঞ্জে নিখোঁজের একদিন পর ১৭বছরের এক তরুণীকে সিলেট থেকে উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। সিলেট নগরীর কদমতলী মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে সজীব আহমদ (২২) নামে এক যুবক কে গ্রেফতার করা হয়। সে ছাতকের মুক্তারপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে। পরে তার দেয়া তথ্য মতে ছাতকের বিলপাড় গ্রামের মৃত সুরত আলীল ছেলে সাজ্জাদ মিয়া (২৩) কে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ৭ আগষ্ট সন্ধ্যার পর থেকে ভিকটিম তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন ৮ আগস্ট তার পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়রী করা হয়। জিডি নং-২৯২, তাং-০৮/০৮/২০২০ খ্রিষ্টাব্দ। জিডির প্রেক্ষিতে জকিগঞ্জ থানার এসআই মোঃ শাহীনুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত টিম ডিজিটাল প্রযুক্তির সহযোগীতায় তাৎক্ষণিক তাদের ভিকটিম উদ্ধার ও আসামী আটক করে। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে অপহরন ও ধর্ষণের কথা শিকার করে।
পরে ভিকটিম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক এজাহার দায়ের করলে জকিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়। মামলা নং-১০, তাং-০৯-০৮-২০২০ খ্রিষ্টাব্দ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের বলেন, জকিগঞ্জ থানা পুলিশের প্রত্যেকটি সদস্য অপরাধ দমনে আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই জকিগঞ্জ সকল প্রকার অপরাধ মুক্ত হবে এবং সকল অপরাধীরা আইনের আওতায় আসবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !