সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি জকিগঞ্জের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তাঁর স্ত্রী ফাহমিদা আহমদের রোগ মুক্তি কামনায় জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল গফুরের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ মাগরীব জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত গোটারগ্রাম জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন স্থানীয় ইউপি সদস্য মাওলানা কফিলুজ্জামান কফিল।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জকিগঞ্জ তা'লিমুল ক্বোরআন ফাউন্ডেশনের সভাপতি হুমায়ূন কবীর লস্কর কয়েছ, জকিগঞ্জ জকিগঞ্জ প্রেক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, উপজেলা শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ কয়েছ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম (লালই মিয়া), এলাকার বিশিষ্ট মুরব্বী হাফিজ রফিক আহমদ, আবদুল লতিফ, মস্তকিম আলী
মখলিছুর রহমান, কবির আহমদ তাপাদার, লুৎফুর রহমান, আতাউর রহমান, ব্যবসায়ী আব্দুল বাছিত, উপজেলা ছাত্রলীগের মনসুর আহমদ, মেহেদী হাসান রাজু, মিজান আহমদ, তানভীর লস্কর ও নিজু আহমেদ
প্রমুখ। এছাড়া গোটারগ্রাম ত্রিমোহনীর ব্যাবসায়ীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার শতাধিক মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে শিরণী বিতরণ করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !