সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জকিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদের দ্রুত রোগমুক্তি কামনা করে জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বাদ আসর জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। এতে দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাাকিম হায়দার, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস সম্পাদক কেএম মামুন, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সিলেট মিরর’র প্রতিনিধি ওমর ফারুক ও জকিগঞ্জ আই টিভির জাহাঙ্গীর আলম সাহেদ প্রমুখ। এছাড়া দোয়া মাহফিলে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !