জকিগঞ্জে হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী'র সার্বিক তত্বাবধানে' এ বছর দশ হাজার গরীব ও অসহায় মানুষের মধ্যে কুরবানির গোস্ত বিতরণ করেছে 'লতিফি হ্যান্ডস'। পবিত্র ঈদুল আজহার দিন ও ঈদের ৩য় দিনে 'লতিফি হ্যান্ডস' এর ব্যবস্থাপনায় ফুলতলী ছাহেব বাড়িতে গোস্ত বিতরণ করা হয়।
সোমবার (৩ আগষ্ট) লতিফি হ্যান্ডসের কুরবানী গোস্ত, নগদ অর্থ এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী, এলিট ফোর্স র্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের, এস.আই. আহসান রাজা ও পুলিশ সদস্য রনি আহমদ প্রমুখ।
জানা যায়,"লতিফি হ্যান্ডস" বহুমুখী সমাজসেবা মূলক কাজের মাধ্যমে অসহায় দিনমজুর, এতিম, মিসকিন, প্রতিবন্দী, গৃহহীন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছায়া হিসাবে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য যে, আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী'র ছাহেবজাদা মাওলানা গুফরান আহমদ চৌধুরী, মাওলানা ফারহান আহমদ চৌধুরী ও লোকমান আহমদ চৌধুরী সাদি পশু ক্রয়, কুরবানী, গোস্ত রেডি করে বিতরণের ক্ষেত্রে দিন-রাত পরিশ্রম করেছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !