স্টাফ রিপোর্টার
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জকিগঞ্জ থানা পরিদর্শন ও অফিসার ফোর্স এর সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে সিলেটের শীর্ষ দুই পুলিশ অফিসার জকিগঞ্জ এসে পৌছলে জকিগঞ্জ থানা পুলিশ তাদের গার্ড অব অনার ও সশস্ত্র সালাম শেষে ফুল দিয়ে বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের ও ইন্সপেক্টর (তদন্ত) সুশংকর পাল সহ অফিসার ফোর্সবৃন্দ।
বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জকিগঞ্জ পরিদর্শনে এসে জকিগঞ্জ থানা ও জকিগঞ্জ সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জকিগঞ্জ পুলিশের সামগ্রিক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও করোনাকালীন সময়ে মানবিক কাজের জন্য জকিগঞ্জ থানা পুলিশ জেলাব্যাপী ইতিবাচক সাড়া ফেলেছে বলেও মন্তব্য করেন।
পরে জকিগঞ্জ থানাধীন মরিচা বাগানবাড়ী, বরাক নদীর মোহনা, ইমিগ্রেশন, কাস্টমস, জকিগঞ্জ থানার ব্যাডমিন্টন খেলার মাঠ, পুকুর, অফিসার ইনচার্জের বাসভবন, অফিসারদের কোয়ার্টার, প্রবাসী সহায়তা ডেস্ক ভবন পরিদর্শন করেন। এ সময় তাঁরা থানার পুকুরে বিভিন্ন প্রকার মাছের পোনা অবমুক্ত করেন।
পরিদর্শন শেষে জকিগঞ্জ থানার সকল অফিসার ফোর্সের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে আগামীতে মাদকের বিরুদ্ধে জকিগঞ্জ থানা পুলিশকে আরো কঠোর হওয়ার নির্দেশনা প্রদান করেন। সকলকে সমন্বিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বলেন।
উল্লেখ্য যে, ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম মহোদয়ের সিলেট রেঞ্জে যোগদানের পর এটি তাঁর প্রথম জকিগঞ্জে আগমন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !