স্টাফ রিপোর্টার
সিলেটের জকিগঞ্জে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগ দিচ্ছেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। অপরদিকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ বদলী হয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসাবে যোগ দিচ্ছেন।
জানা যায়, জকিগঞ্জের নতুন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভুমি) কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন। তার গ্রামের বাড়ি গাজিপুরের কাপাসিয়ায়। আজ বুধবার তিনি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এবং আগামী রোববার তিনি জকিগঞ্জে যোগদান করতে পারেন। জকিগঞ্জে তিনি যোগদান করলে এই প্রথম কোন নারী ইউএনও জকিগঞ্জবাসী পাবে। উপজেলা প্রশাসনের শীর্ষ পদে এই প্রথমবারের মতো জকিগঞ্জবাসী একজন নারী কর্মকর্তা পেয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করবে বলে মনে করেন অনেকেই।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !