স্টাফ রিপোর্টার
সিলেটে পঞ্চম মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের। মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ পুলিশ লাইন্সে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ নানা কাজে অবদান রাখায় সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পঞ্চম বারের মতো ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে এ পুরস্কার প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ওসি মীর মোঃ আব্দুন নাসের বলেন, জকিগঞ্জবাসীর সহযোগিতা ও দোয়ায় পঞ্চম বারের মতো এ সফলতা অর্জন করায় আমি পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ স্বীকৃতি আগামীতে ভালো কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আইনশৃংখলা রক্ষা সহ ভালো কাজে সর্বস্থরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !