সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তার স্ত্রী ফাহমিদা আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের দু'জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের ছোট ভাই সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৩০ জুলাই মাসুক উদ্দিন আহমদ ও তার স্ত্রী ফাহমিদা আহমদ-এর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। আজ ২ জুলাই (রোববার) তাদের করোনা পজিটিভ আসে।
বর্তমানে স্ত্রীসহ মাসুক উদ্দিন আহমদ বাসায় আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। দ্রুত করোনা মুক্তির জন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গত ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !