স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থেকে একের পর এক ইয়াবা ট্যাবলেটের বড় বড় চালান উদ্ধার করে চমক সৃষ্টি করেছে জকিগঞ্জ থানা পুলিশ। মাদক ও ইয়াবা উদ্ধারের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার ভোরে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার বড় পাথরগ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মোঃ হাসান আহমদ (২৬) ও হাসান আহমদের স্ত্রী সুমি আক্তার (২০)।
জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের জানান, জকিগঞ্জ থানার এসআই মোহন রায়, এএসআই মখলিছ মিয়া, এএসআই কানন কুমার দাশ অভিযান চালিয়ে আসামীদের আটক করে দেহ তল্লাশি করে আসামী মোঃ হাসান আহমদের পরিহিত লুঙ্গির কোচা হতে ৩ টি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকে মোট ৬০০ পিস ইয়াবা এবং অপর আসামী সুমি আক্তার এর পরিহিত পেটিকোটের কোমরের ভাঁজ হতে ১টি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ সংক্রান্তে জকিগঞ্জ থানার মামলা নং-১৪, তাং-০৯-০৭-২০২০ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।
তিনি বলেন, জকিগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !