রহমত আলী হেলালী
প্রতারণার ফাঁদ পাতা ভূবনে, কে কোথায় বাধা পড়ে কে জানে। পদে পদে প্রতারিত হয়ে সহজ সরল মানুষ খোয়াচ্ছে তিলে তিলে গড়া সঞ্চয়টুকু। জীবনযাত্রার সব ক্ষেত্রেই প্রতারণার অক্টোপাসে বন্দি হয়ে পড়ছে সাধারণ মানুষ। এমনি এক ঘটনার শিকার হয়েছেন জকিগঞ্জ উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের সাইফুর রহমান নামের এক অটোরিকশা চালক।
তাকে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে একজন প্রতারক একটি সেলাই মেশিন নেয়ার জন্য বাড়া করে নিয়ে আশে পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপার ইউনিয়নের কুওরেরমাটি গ্রামে। তখন ওই প্রতারক গ্রামের ভেতরে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী জানিয়ে রিকশাটি পাঁকা সড়কে রেখে দিতে চালককে বলে। অত্যন্ত সহজ সরল রিকশা চালক সাইফুর রহমান ওই প্রতারকের কথা অনুযায়ী রিকশাটি সড়কে রেখে দিলে সেলাই মেশিন আনার সহযোগিতার জন্য চালকে সাথে নিয়ে গ্রামের ভিতরে চলে যায় প্রতারক। গ্রামের ভেতরে একটি বাড়ির নিকট রিকশা চালককে দাঁড় করি ওই প্রতারক অন্ধকারে বাড়ির ভেতরে চলে যায়। দীর্ঘ সময় রিকশা চালক ওই প্রতারকের অপেক্ষা করে সে তার রিকশার নিকট চলে গিয়ে রিকশাটি আর পায়নি। সে প্রতারিত হয়েছে বুঝতে পেরে কিংকর্তব্যবিমুড় হয়ে গরীব-অসহায় ওই রিকশা চালক রাস্তায় দাঁড়িয়ে কান্না শুরু করে।
প্রত্যক্ষদর্শী কুওরেরমাটি গ্রামের বাসিন্দা ফখরে হক চৌধুরী জাহেদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা এলাকার লোকজন রিকশাটি আশপাশে খোঁজে না পেয়ে চালকের বাড়িতে ০১৭৩৫৯০২১৯৭ নাম্বারে ফোন করে তাকে তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করি।
বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। সে বা তার পরিবার থানায় এসে আইনানুগ সহযোগিতা চাইলে জকিগঞ্জ থানা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ যে, মাত্র কিছুদিন পূর্বে অনুরূপভাবে জকিগঞ্জ থেকে নিয়ে আসা একটি টমটম গাড়ির চালককে মারপিট করে ছিনতাই করে নিয়ে গেলে স্থানীয় সড়কের বাজারে দুই ছিনতাইকারী জনতার হাতে আটক হয়। পরে জকিগঞ্জ থানা পুলিশের নিকট ওই দুই ছিনাতাইকারীকে হস্তান্তর করে এলাকাবাসী।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !