স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে সোমবার সন্ধ্যা ৭টার দিকে আলাউদ্দীন চৌধুরী নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। আটক আলাউদ্দীন চৌধুরী জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
তার বিরুদ্ধে সিআর (সাজা) নং-৭০/১৪, দায়রাঃ ১০৮০/১৪ খ্রিঃ এর ৬ বিনাশ্রম কারাদন্ডসহ ১০ লক্ষ ৭৪ হাজার ৮১৩ টাকা জরিমানা দন্ডের সাজা পরোয়ানার ছিল।
পুলিশ সূত্রে জানায়, জকিগঞ্জ থানার এসআই মোঃ শাহীনুর রহমান ও এএসআই মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, আমরা জকিগঞ্জ থানা পুলিশ মাননীয় পুলিশ সুপার, সিলেট জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনার আলোকে অপরাধমুক্ত জকিগঞ্জ গঠনে বদ্ধপরিকর। আমরা আলোকিত জকিগঞ্জ গড়তে চাই।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !