স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানা পুলিশের রুটিন কার্যের অংশ হিসেবে শুক্রবার রাত ৮ টার সময় দায়রাঃ ১০০/১২, জিআরঃ ২৬২/১১ এর সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়। আটক মোঃ বেলাল আহমদ জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের মৃত তছির আলীর ছেলে।
এসআই নোটন কুমার চৌধুরী ও এএসআই রায়হান আহমদের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, আমরা অপরাধমুক্ত জকিগঞ্জ গড়তে বদ্ধপরিকর।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !