মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জকিগঞ্জবাসী সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।
শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় ওসি মীর মোঃ আব্দুন নাসের জকিগঞ্জবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগ ও কোরবানীর সুমহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দোয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। আমরা এবছর এমন সময় পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি যখন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা মহামারীর ভয়াল বিস্তার চলছে। এমতাবস্থায় এবার ঈদ উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবারের পবিত্র ঈদুল আজহা উদযাপনে সকলের অনুরোধ করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এবারের পবিত্র ঈদুল আজহা ও আমার জকিগঞ্জ থানায় যোগদানের বর্ষপূর্তি একই সাথে। জানিনা বিগত এক বছরে জকিগঞ্জবাসীকে কতটুকু ভালো কাজ উপহার দিতে পেরেছি। তবে অপরাধমুক্ত ও শান্ত জকিগঞ্জ রাখতে আমার প্রচেষ্ঠার কোন কমতি ছিলনা। চলমান করোনা ভাইরাসে সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্ঠা করেছি। চুরি-ডাকাতি, মাদক, জোয়া, খুন ও ধর্ষণ সহ সকল প্রকার অপরাধ নির্মুলে আমি ও আমার থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবুও সাধ এবং সাধ্যের নানা সীমাবদ্ধতার কারণে অনেক কিছুই করা সম্ভব হয়নি। তবে আমি বিশ্বাস করি কিছুদিন সময় পেলে অপরাধমুক্ত ও শান্ত একটি জকিগঞ্জ উপহার দেয়ার আপ্রাণ চেষ্ঠা করবো।
তিনি বলেন, আসুন ঈদুল আজহা’র সুমহান ত্যাগের শিক্ষায় আলোকিত হয়ে সকল ভেদাভেদ ভুলে সবাই পরস্পর আপন থেকে আরও আপন হয়ে যাই। সামাজিক ও ভ্রাতৃত্ববোধের বন্ধন অটুট ও সুদৃঢ় রাখি। ঈদুল আযহার এই ধারা শুধু ঈদ নয় বছরের প্রতিটি দিনেই অব্যাহত থাকুক। পবিত্র ঈদুল আজহা বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ ও মোবারক।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !