স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সোমবার মধ্য রাতে জকিগঞ্জ থানাধীন ৬নং সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা সহ ১ জনকে আটক করেছে। আটক রেহান আহমদ খান (২৫), জকিগঞ্জ থানাধীন ৬নং সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত আব্দুল খালিক উরফে খলন খাঁ'র ছেলে।
জকিগঞ্জ থানা সূত্রে জানা যায়, এসআই মোঃ জহিরুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ ইলাবাজ গ্রামের জনৈক মহিদ উদ্দিনের দোকানের সামনে ইলাবাজ-থানাবাজার পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমরের ডান কোঁচার মধ্যে ১টি নীল রঙের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় জকিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২১, তাং-১৪-০৭-২০২০ খ্রিষ্টাব্দ।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, আমরা জকিগঞ্জ থানা পুলিশ মাননীয় পুলিশ সুপার, সিলেট জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনার আলোকে অপরাধমুক্ত জকিগঞ্জ গঠনে বদ্ধপরিকর। আমরা আলোকিত জকিগঞ্জ গড়তে চাই।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !