রহমত আলী হেলালী
বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ সময়ে সময়ে উজ্জ্বল করেছে তাদের সাথে যোগ হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার দুই সহোদর। তারা সংযুক্ত আরব আরিমরাতের স্কুল গ্রাজুয়েশনে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে এদেশের জন্য গৌরব বয়ে আনলেন। আল আইন-এ বসবাসকারী এই দুই শিক্ষার্থী মোহাম্মদ আফজল হোসাইন ও আহমেদ আজমল হোসাইনের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত জামুরাইল গ্রামের বড়বাড়িতে। সিলেট শহরতলীর শাহপরাণ (রহ.) উপশহরে তাদের বাসা রয়েছে।
তারা দুই সহোদর জন্মলগ্ন থেকে বাবা মাওলানা আব্দুস শহীদ ও মা-সালেহা বেগমের সাথে আল আইনে জাখের এলাকায় বসবাস করছিলেন।
জানা যায়, গত সোমবার (১৩ জুলাই) অনলাইনের মাধ্যমে তারা গ্রাজুয়েশন সনদ পায়। এর আগে গত ২৯ জুন তাদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়। বিশ্বময় করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়।
আল আইনের ‘খালিদ বিন ওয়ালিদ’ স্কুলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তারা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি নেয় স্কুলটি। আরব আমিরাত সরকারের অর্থায়নে স্কুলটি সম্পূর্ণ আবাসিক ও সরকারিভাবে পরিচালিত হয়।
আফজাল ও আজমল-এর কৃতিত্বপূর্ণ সাফল্যে গর্বিত তাদের বাবা আব্দুশ শহীদ ও মা ছালেহা বেগম।
আফজাল ও আজমল-এর জন্ম আল আইন শহরে। সেখানেই বেড়ে উঠা। তারা দু’জন কোরআনে হাফেজ। পাঁচ ভাই বোনের মধ্যে মোহাম্মদ আফজল হোসাইন সবার বড় আর তৃতীয় আহমেদ আজমল।
আফজল এবং আজমল জানায়, আরব আমিরাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চায়।
উত্তর দিনমুছুনধন্যবাদ তালতো ভাই আপনাকে, আপনারই ভাগনা ওরা