স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানা পুলিশের চলমান মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসাবে বুধবার (২২জুলাই) বিকাল ৫ টা ১৫ মিনিটের সময় জকিগঞ্জ থানাধীন ১নং বারহাল ইউনিয়নের শাহগলী বাসস্ট্যান্ড থেকে টাকার বিনিময়ে ভারতীয় শিলং তীর খেলা থেকে ৮ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন-জকিগঞ্জ থানাধীন ১নং বারহাল ইউনিয়নের কেশরপুর গ্রামের নুরুল ইসলাম পুতুলের ছেলে মোঃ লায়েক আহমদ (২৪), সামসখানি গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে এনাম উদ্দিন (২৭), নোয়াগ্রামের আব্দুস সাত্তারের ছেলে বাছিত মিয়া (৩৮), মাইজগ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে জাবেদ আহমদ (২৬), খিলোগ্রামের পাখি মিয়ার ছেলে আলী হোসেন (২৭), মজনু মিয়ার ছেলে তাজ উদ্দিন (৩২), কাজল মিয়ার ছেলে সুবেল আহমদ (২০) ও বিয়ানীবাজার উপজেলার সাফাচক গ্রামের ফরিদ আলীর ছেলে শাহজাহান আহমদ (২৫)।
জকিগঞ্জ থানা সূত্রে জানা যায়, পুলিশ শাহগলী বাজারে রাজমহল মিষ্টির দোকানের বিপরীত দিকে শাহগলী-সিলেট গামী রাস্তার পূর্ব পার্শ্বে সাবেল আহমদের চায়ের দোকানে অভিযান চালিয়ে টাকার বিনিময়ে ভারতীয় শিলং তীর খেলা নামক প্রকাশ্য জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে তীর খেলার বিভিন্ন নাম্বার যুক্ত ম্যাসেজসহ মোবাইল ও সর্বমোট ৯৪০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে জকিগঞ্জ থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৩৫, তাং-২২-০৭-২০২০ খ্রিষ্টাব্দ।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, জকিগঞ্জকে অপরাধমুক্ত করতে জকিগঞ্জ থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। আমরা অপরাধমুক্ত একটি জকিগঞ্জ চাই। তাই আসুন আমরা প্রত্যেকটি এলাকার শিশু কিশোর ও যুব সমাজকে বাঁচাতে ঐক্যবদ্ধ হই এবং প্রতিরোধ গড়ে তুলি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !