স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ২টা ২০ মিনিটের সময় জকিগঞ্জ থানাধীন ৩নং কাজলসার ইউনিয়নের অন্তর্গত আটগ্রাম গ্রামে অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটক আলী হোসেন (৩৮) জকিগঞ্জ উপজেলার আকাকল্যাণ গ্রামের মৃত হাজী আহসান আলীর ছেলে। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে মাদকের সাথে জড়িত জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামের আব্দুল আহাদের স্ত্রী চায়না বেগম (৪০) কে আটক করে পুলিশ।
জকিগঞ্জ থানা সূত্রে জানা যায়, পুলিশ অভিযান চালিয়ে আটগ্রাম বাসস্ট্যান্ডের বাম পাশে পাকা রাস্তার উপর থেকে মোঃ আলী হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করে তার পেটের মধ্যে সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো ও দড়ি দিয়া বাঁধা অবস্থায় ১৩ বোতল এবং উভয় পায়ের রানের মধ্যে সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো সাদা এ্যাংক্লেট এর ভিতরে রক্ষিত ৪ বোতল করে মোট ৮ বোতলসহ সর্বমোট ২১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামী আলী হোসেন পুলিশী জিজ্ঞাসাবাদে সে ফেন্সিডিলগুলো চায়না বেগমের নিকট থেকে ক্রয় করেছে মর্মে তথ্য দিলে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায়
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৩৭, তাং-২৩-০৭-২০২০ খ্রিষ্টাব্দ।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, মাদকমুক্ত জকিগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর। আমরা মাদকমুক্ত সুন্দর একটি জকিগঞ্জ উপহার দিতে চাই। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !