স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির আলী মেম্বার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলশাহ গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ব্যাক্তিগত জীবনে তিনি স্ত্রী ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন। অত্যন্ত মুত্তাকি, পরহেজগার ও সদালাপি জহির আলী মেম্বারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বুধবার বেলা ২ ঘটিকার সময় মঙ্গলশাহ গ্রামের রুফিজ আলী-শফাতুনন্নেছা হাফিজিয়া এতিমখানা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ৩নং কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও স্থানীয় ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল।
এদিকে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জহির আলী মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ৩নং কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জুলকারনাইন লস্কর, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, স্থানীয় ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গফুর, যুবলীগ নেতা আব্দুস সুবহান ও উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমূখ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !