রহমত আলী হেলালী
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত পলাশপুর গ্রামের এক প্রবাসীর বাড়ির রাস্তা কেটে শায়েস্তা করতে উঠে পড়ে লেগেছে প্রতিপক্ষের লোকজন। এনিয়ে চরম বিপাকে পড়েছেন ওই প্রবাসীর পরিবারের লোকজন। বাড়ির চলাচলের একমাত্র রাস্তা কেটে দেয়ায় বাড়িতে আটকা পড়েছেন প্রবাসীর স্ত্রী ও সন্তানাদী। বিষয়টি অত্যন্ত ও মানবিক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন এলাকার সচেতন মহলের অনেকেই।
জানা যায়, পলাশপুর গ্রামের প্রবাসী মোঃ আব্দুল বাছিতের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের রাইয়ব আলীর পুত্র ওয়ারিছ উদ্দিন গংদের সাথে নানা বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের সূত্র ধরে প্রবাসী আব্দুল বাছিতকে শায়েস্তা করতে প্রতিপক্ষের লোকজন তার বাড়ির থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি দখলে নেয়ার পায়তারা শুরু করে।
সোমবার (১লা জুন-২০২০) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন কোদাল ও উড়ি সহ মাটি কাটার যন্ত্রপাতি এবং লোহার রড-লাটিসোটা নিয়ে প্রবাসীর বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি কাটতে শুরু করে। প্রবাসীর পরিবারের লোকজন তাদের এহেন অপকর্মের প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালায়। এনিয়ে জকিগঞ্জ থানায় ১০ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী মোঃ আব্দুল বাছিতের স্ত্রী মনোয়ারা বেগম।
অভিযোগে তিনি উল্লেখ করেন, রাস্তা কাটতে তিনি বাঁধা-নিষেধ দিলে প্রতিপক্ষের লোকজন বাঁধা নিষেধ না মেনে রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশাপাশি উত্তেজিত হয়ে অস্ত্র-শস্ত্র নিয়ে বসতঘরে অনাধিকার প্রবেশ করে ভাঙ্গচুর ও জিনিসপত্র তছনছ করে স্বার্ণালঙ্কার এবং কাপড় চোপড় লোটপাট করে নিয়ে যায়। এতে তিনি প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ করেন।
বিষয়টির সত্যতা জানতে অভিযুক্ত ওয়ারিছ উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের-এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !