স্টাফ রিপোর্টার
বিশ্ব মুসলামানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী।
করোনা ভাইরাসের এই সময়ে ঈদ হওয়ায় তিনি জকিগঞ্জবাসী সহ দেশের সবাইকে স্বাস্থ্যবিধী মেনে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে অনুরোধ করেন।
তিনি বলেন, দীর্ঘ এক মাস রোজার পর রমজানের এই ঈদ সবাই আনন্দে পালন করুক এই কামনায় করি। সবাই মহান আল্লাহ’র কাছে চাইবেন তিনি যেনো করোনা থেকে পৃথিবীকে রক্ষা করেন। আশা করি, খুব দ্রত এই আধার কেটে গিয়ে শান্তিতে আবার ভরে উঠবে পৃথিবী।তিনি সবাইকে “ঈদ মোবারক” জানিয়ে সবার সুস্থতা কামনা করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !