স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জকিগঞ্জবাসী সহ সকল মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মাওলানা মোতাহির আলী (রহ.) ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী আবু তাপাদার এনাম।
রোববার এক শুভেচ্ছা বার্তায় আবু তাপাদার এনাম বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের মাধ্যমে খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের ফলে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে এ ঈদ উদযাপিত হতে যাচ্ছে। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে ও ঈদ উদযাপনের জন্য আহ্বান জানাই।
প্রবাসী এই কমিউনিটি নেতা বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জকিগঞ্জসহ দেশের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !