জকিগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে আবারো উপসর্গ ছাড়াই এক তরুণের করোনাভাইরাস পজেটিভ হয়ে পড়েছে। ওই তরুণ জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল আহাদের ব্যক্তিগত সহকারী। সে জকিগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের শাখরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফখরুল ইসলাম (২০)।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার হাসপাতাল সংশ্লিষ্ট ৭ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়। এর মধ্যে শুক্রবার রাতে খবর পাওয়া যায় ফখরুল ইসলামের করোনা পজিটিভ।
তিনি জানান, ফখরুলের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবার সদস্যদেরও রক্তের নমুনা সংগ্রহ করা হবে। বর্তমানে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জকিগঞ্জে আরো করোনা রোগী সনাক্ত হতে পারেন।
প্রসঙ্গত, গত শুক্রবারে উপসর্গ ছাড়াই জকিগঞ্জে প্রথম করোনাভাইরাস পজেটিভ হয় হাসপাতালের স্টোর কিপার আব্দুল হান্নানের। এর এক সপ্তাহের মাথায় ফখরুল ইসলাম উপসর্গ ছাড়াই আক্রান্ত হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !