সিলেটের জকিগঞ্জে করোনা ভাইরাস প্রার্দুভাব রোধে কর্মহীন ও অসহায় মানুষদের ঘরে ঘরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে জকিগঞ্জ থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়ের সরাসরি তত্বাবধানে পুলিশ সুপার কর্তৃক তালিকাভুক্ত কর্মহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন খোদ অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের। পাশাপাশি পুলিশ সুপারের নির্দেশনা বাস্তবায়নে ওসি (তদন্ত) সুশংকর পাল সহ জকিগঞ্জ থানা পুলিশ আন্তরিক ভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) জকিগঞ্জ থানার অন্তর্গত বারঠাকুরী ও মানিকপুর ইউনিয়নের প্রায় অর্ধশত কর্মহীন ও অসহায় পরিবারের ঘরে ঘরে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন সম্বলীত একটি করে প্যাকেট পৌঁছে দেয় জকিগঞ্জ থানা পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের, ওসি (তদন্ত) সুশংকর পাল, এসআই সম্রাজ মিয়া, এসআই পরিতোষ পাল, এসআই রাজা মিয়া, এসআই অঞ্জন দেব, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ টিভির ডাইরেক্টর আব্দুল মুকিত, আহমদ হোসাইন আইমান ও যুবলীগ নেতা কাওছার আহমদ কয়ছর সহ একদল পুলিশ সদস্য।
জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের জানান, দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিম্ন আয়ের সাধারন দিন মজুররা বাহিরে বের হতে পারছে না। এ কারনে দিন দিন তাদের পরিবারের খাবার ফুরিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি এসকল অসহায় মানুষদের পাশে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় স্যারের সরাসরি তত্বাবধানে জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে আমাদের এ প্রচেষ্টা। এছাড়া প্রয়োজনে ভবিষ্যতে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। কারো হতাশ হবার কিছু নেই।
তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আজ এসপি স্যারের নির্দেশে বারঠাকুরী ও মানিকপুর ইউনিয়নের কয়েকটি পরিবারের নিকট খাদ্য সামগ্রী নিয়ে হতবাক হই। প্রায় প্রতিটি পরিবারে গিয়ে দেখা যায় ড্রাম ভর্তি উন্নত মানের চাল রয়েছে। এটা সত্যিই দুঃখজনক। এ কারণে আমি এসকল পরিবারকে খাদ্য সামগ্রী না দিয়ে প্রকৃত কর্মহীন ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে এসেছি। তিনি এসকল পরিবারকে বয়কট করে প্রকৃত কর্মহীন ও অসহায় মানুষকে চিহ্নিত করে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রদানের আহবান জানান। পাশাপাশি দেশী-বিদেশী সংগঠন গুলোকে এ বিষয়ে ভালো করে খেয়াল রেখে প্রকৃত কর্মহীন ও আসহায় মানুষকে সহযোগিতার দাবী জানান।
উল্লেখ্য যে, জকিগঞ্জ থানা পুলিশ এর আগে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে উপজেলার ৪৪টি পরিবারের নিকট বিচ্ছিন্নভাবে খাদ্য সামগ্রী পৌছে দেয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !