স্টাফ রিপোর্টার
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে ১০ টাকা দামের ৫৭০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে চালভর্তি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা চালভর্তি ট্রাকটি লুট করেছে বলে অভিযোগ ওঠেছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২জন ডিলার, ট্রাকচালক ও হেলপার এবং চাল লুটের সাথে জড়িত ২ জনসহ ৬ জনকে আটক করেছে।
জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারের হোসেন এন্ড সন্সের সামনে ট্রাক থামিয়ে ১০ টাকা দরের ৩০ কেজি ওজনের চালের বস্তা নামানোর সময় স্থানীয় জনতার সন্দেহ হয়। তখন তারা ট্রাকচালককে চাল নামানোর বিষয়ে জিজ্ঞেস করলে চালক জানান চালগুলো কালিগঞ্জের দুই ব্যবসায়ীর। স্থানীয় জনতা ট্রাকচালকের কাছে চালের সরকারি কাগজপত্র দেখতে চাইলে তিনি তাৎক্ষণিক কাগজপত্র দেখাতে পারেননি। তখন ট্রাকসহ চাল আটক করে প্রশাসনকে খবর দেন স্থানীয়রা।
খবর পয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় ও অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের সহ জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যান। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি গুদাম থেকে চাল উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা চালভর্তি ট্রাক লুটপাট করতে শুরু করে। তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে লুটপাটকারীদের ধাওয়া করে অভিযান চালিয়ে কিছু চাল উদ্ধার ও জড়িত ২ জনকে আটক করে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, ট্রাকে ৩৪৬ বস্তা চাল পেয়েছে পুলিশ। চাল পাচারের অভিযোগে খাসেরাগ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ডিলার জয়নাল আহমদ (২৭), আইয়র গ্রামের আব্দুস সালামের ছেলে ডিলার আব্দুল মুকিত (৩১), কসকনকপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে ট্রাকচালক কামরুল ইসলাম (২৭), বারগাত্তা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সইফ উদ্দিনকে (৩০) ও চাল লুটপাটের ঘটনায় নগরকান্দি গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে দেলোয়ার হোসেন (২৯) ও দেওয়ানেরচক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বিপ্লব আহমদ (২৮) কে আটক করা হয়েছে। ওসি এ ঘটনায় খাদ্য গুদামের কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ দায়ের করবেন বলেও জানান। মামলায় মূলহোতারা কোন আইনের আওতায় আসবে এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, যাদের বিরুদ্ধে খাদ্য গুদামের কর্মকর্তা অভিযোগ দায়ের করবেন তাদের বিরুদ্ধেই মামলা রেকর্ড করা হবে।
এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, খাদ্য অধিদপ্তরের চাল আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ট্রাকসহ চালগুলো জব্দ করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !