রহমত আলী হেলালী
চারপাশের দৃশ্যপট কেমন যেন নির্মম অমানবিক হয়ে যাচ্ছে! প্রেম-প্রীতি, মায়া-মমতা, দরদ-ভালোবাসা দিন দিন কেন যেন মানবের মাঝ থেকে উধাও হয়ে যাচ্ছে। তুচ্ছ বিষয় নিয়ে অমানবিক আচরণের ঘটনা ঘটছে অহরহ। অমানবিকতার দাপটে মানবিক আচরণ যেন পালিয়ে বেড়াচ্ছে। সমাজের প্রতিটি স্তরে ভয়াবহ আকার ধারণ করছে। একজন মা সন্তানের প্রতি যে জাতীয় ভালোবাসা স্নেহ-মমতা লালন করেন আর কারো ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যায় না। শুধু মানুষ নয়, সন্তানের প্রতি এমন ভালোবাসা পশু-পাখি ও প্রাণিকুলের মাঝেও দেখা যায়। তার অর্থ এই যে সন্তানের প্রতি মায়ের গভীর ভালোবাসা সকল প্রাণীর মাঝেই সর্বজনবিদিত একটি চিরায়ত বিষয়। কিন্তু যখন দেখা যায়, সেই মা-কে তার নিজ সন্তানরা বুড়ো বয়সে ঘর থেকে বের করে দেয়, খাবার দেয়না এবং চিকিৎসা করেনা, তখন বুঝতে আর বাকি থাকে না মানুষের মানবিকতা কতটা নিচে নেমে এসেছে। মানবিকতার সঙ্কট আজ মহাপ্রলয়ের রূপ ধারণ করেছে। এক কথায় দিন যত যাচ্ছে সমাজে অমানবিকতার রূপ ততই ভয়াবহ আকার ধারণ করছে।
শুক্রবার জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর গ্রামে এমন একটি অমানবিক ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়। তিনি সরেজমিন গিয়ে জানতে পারেন একজন বয়োবৃদ্ধ 'মা' কে ঘর থেকে বের করে দিয়েছেন নিজ ছেলেরা! মায়ের ভরণ পোষণ কিছু-ই দিচ্ছেনা কথিত ওই সন্তানরা! উল্টো শারীরিক ও মানসিক নির্যাতন করে আতঙ্কগ্রস্ত করে তুলেছেন ওই মা-কে। অথচ মায়ের নামের জায়গায় বাড়ি করে নিজেদের বউ সন্তানদের নিয়ে সুখে-ই থাকেন কথিত ওই ছেলেরা! বিস্তারিত জেনে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ওই নির্যাতিত মা-কে 'মা' ডেকে ঘরে তুলে দেন এবং আগামী দিনের যে কোন সমস্যায় তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বৃদ্ধার দুই ছেলে ও ছেলের বউদেরকে মায়ের গুরুত্ব ও সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কথা বুঝিয়ে আগামীতে মায়ের সাথে ভালো আচরণের প্রতিশ্রুতি নেন। এছাড়া আগামীতে মায়ের সাথে কোন ধরণের খারাপ আচরণ করলে ভয়াবহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী উচ্চারণ করে সতর্ক করে দেন।
এ সময় স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় তাৎক্ষণিক সরেজমিন উপস্থিত হয়ে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় নিজ কর্ম এলাকার মানুষের নিকট ব্যাপক প্রশংসিত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপারের এমন মানবিক ভূমিকায় সচেতন এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়কে একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে আখ্যায়িত করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !