স্টাফ রিপোর্টার
সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জে প্রথম করোনা রোগী হিসাবে সনাক্ত হয়েছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আব্দুল হান্নান (৫৭)। তিনি উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামের বাসিন্দা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মেহেদী। শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা পজেটিভ ওই রোগীকে নিজ বাড়ি থেকে শহীদ শামসুদ্দীন হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাড়িতে গিয়ে তাকে সিলেটে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায়, আক্রান্ত রোগী শরীরে রোগ নিয়েই ঘুরে বেড়িয়েছেন গ্রাম ও হাসপাতালসহ আশপাশে। তার শরীর থেকে আরো কতজনের শরীরে তা ছড়ানোর সম্ভাবনা রয়েছে । তিনি যেসব জায়গায় ইতিপূর্বে অবস্থানর করেছেন সেখানকার সবারই এখন নমুনা পরীক্ষা জরুরী মনে করছেন অনেকে। তবে হান্নানের শরীরে করোনার কোনো উপসর্গ দৃশ্যমান ছিল না। তাই আসুন আমরা এবার আরেকটু সতর্ক হই।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !