স্টাফ রিপোর্টার
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশ বাস্তবায়নে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়নের মইয়াখালী চৌমহনী এলাকা থেকে তা উদ্ধার করা হয়।
সূত্র জানায়, জকিগঞ্জ থানা পুলিশ মইয়াখালী চৌমুহনী পয়েন্টে একটি মাইক্রোবাসকে সিগন্যাল দিলে মাইক্রোবাসের মধ্যে থাকা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের আব্দুল গণীর পুত্র ইব্রাহিম আলী (২১) ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র শাহিন আলম (৩৩) গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করে তাদের শরীর তল্লাশী করে আসামী ইব্রাহিম আলীর পরিহিত জ্যাকেটের নিচ দিকের ডান পকেটে কালো পলিব্যাগের মধ্যে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও আসামী শাহিন আলমের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে দুইটি কালো পলিব্যাগে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তাদের ব্যবহ্নত নোহা মাইক্রোবাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৩-৫২৫৮ গাড়ি তল্লাশী করে গাড়ির সামনের ডেস্ক বোর্ডের মধ্যে একটি কালো পলিব্যাগে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জকিগঞ্জের মাটি ও মানুষের মাঝ থেকে মাদককে চির বিদায় জানাতে আমরা জকিগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর এবং চিরপ্রতিজ্ঞ। সুতরাং এর বাস্তবায়নে কোন বাধাই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারবে না।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !