রহমত আলী হেলালী:
সিলেটের জকিগঞ্জে প্রাইভেট কার বুঝাই ১ হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮ টা ১৫ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ইনামতি গ্রাম থেকে প্রাইভেট কার বুঝাই ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের জানান, সিলেটের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মহোদয়ের সার্বিক পরিকল্পনায় ও জকিগঞ্জ সার্কেল মহোদয়ের তত্বাবধানে আমার নেতৃত্বে জকিগঞ্জ থানার এসআই পরিতোষ পাল, এএসআই কানন কুমার দাস, এএসআই অঞ্জন দেব ও সঙ্গীয় ফোর্সসহ একটি ফেন্সিডিল বোঝাই প্রাইভেট কারকে রাত অনুমান ৭ টা ২৫ মিনিটের সময় উপজেলার আমলশীদ থেকে ধাওয়া করতে থাকলে এক পর্যায়ে আসামীগন উপায়ান্তর না পেয়ে এবং নিশ্চিত ধরা পড়ার সম্ভাবনা থাকায় রাত অনুমান ৮ টা ১৫ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ইনামতি গ্রামের মৃত আব্দুল খালিক (খলকু মিয়া)'র ছেল হারিছ উদ্দিন বেবুল (৬৫) এর বসত বাড়ির সামনে আসামীগন ঢাকা মেট্রো খ-১১-২৮০৬ প্রাইভেটকারটি ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকারের মধ্যে ৪ টি চটের বস্তার মধ্যে ২৫০ বোতল করে সর্বমোট ১ হাজার বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !