স্টাফ রিপোর্টার
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামে ব্যতিক্রমী আয়োজনে দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও দিন শেষে বিজয়ী হাফেজে কোরআনের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারী) মরিচা গ্রামে প্রখ্যাত আলেমেদ্বীন ও বহু গ্রন্থ প্রণেতা মাওলানা মোতাহির আলী (রহ.) ট্রাষ্টের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবু হানিফ তাপাদার (এনাম)। মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী হাফেজে কোরআনদের বৃত্তি প্রদানের লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সহ-সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে ও হিফজুল কোরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম. এ) মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
লতিফিয়া এতিমখানা হিফজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী ময়নুল ইসলামের কোরআন তেলাওয়াত এবং আবাবীল শিল্পীগোষ্ঠীর নাতে রাসূল (সাঃ) পরিবেশনার মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাজেদ আহমদ চঞ্চল, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সাব্বির আহমদ, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সবুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোতাহির আলী (র.) এর প্রথম পুত্র ডা. একেএম মাহবুব আহমদ, বারহাল হাটুবিল গাউসিয়া মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুল কাদির জিহাদি, লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা মোতাহির আলী (র.) এর জীবনী উপস্থাপন করেন কমিটির সদস্য আহমদ আল মনজুর।
এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, জকিগঞ্জ এসোসিয়েশন ইউএসএ ইনক্ এর উপদেষ্ঠা গিয়াস মজুমদার, মাদার বাজার আলিম মাদরাসার সহকারী অধ্যাপক (অবঃ) মাওলানা খলিলুর রহমান, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জকিগঞ্জের সভাপতি হাফিজ ফারুক আহমদ, ইয়াকুবিয়া বোর্ডের পরিক্ষক হাফিজ মাওলানা আবু সায়িদ সেলিম, আটগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মালেক আনিছ, ইউপি সদস্য উস্তার হোসেন চৌধুরী, জুনেদ আহমদ, মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মাসহুদ আহমদ, জকিগঞ্জ টিভির ডিরেক্টর আব্দুল মুকিত, রিপোর্টার আহমদ হোসাইন আইমান, জুয়েল মাহমুদ, জাকির হোসেন, হাঃ মাসুক আহমদ, ডাঃ আব্দুল বাসিত, ডাঃ মাহতাব উদ্দিন, কমিটির সদস্য তালহা হেসাইন, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা সিরাজ উদ্দিন, আব্দুল আলিম তখন, জামাল আহমদ, হাঃ নাজিম উদ্দীন, হাসান আহমদ প্রমুখ।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর পর্যন্ত ৬টি গ্রুপে উপজেলার ২৫টি প্রতিষ্ঠানের ৩২০জন শিক্ষার্থী হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২৬জন দক্ষ পরীক্ষকের ফলাফলের ভিত্তিতে প্রতি গ্রুপে ৩ জন করে মোট ১৮জনকে মেধা বৃত্তি এবং প্রতি গ্রুপে ৪ জন করে মোট ২৪ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে ট্রাষ্টের লগো সংযুক্ত একটি করে ছাতা প্রদান করা হয়। তাছাড়া সর্বোচ্চ বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠান ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ি মাদরাসা, লতিফিয়া এতিমখানা হিফজুল কোরআন মাদরাসা ও আল কোরআন মেমোরাইজিং সেন্টার কে যথাক্রমে বিশেষ সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ মাওলানা মোতাহির আলী (র.) ট্রাষ্টের প্রতিষ্ঠাতা; আমেরিকা প্রবাসী আবু হানিফ তাপাদার এনামের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এবং ট্রাষ্টের ভবিষ্যৎ সকল কর্মকাণ্ডের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !