স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেছেন, পুলিশ ও জনতা এক সাথে আইনশৃংখলা রক্ষা করবে। আমরা শান্তি চাই, বিশৃংখলা চাই না। জনগণের দ্বারপ্রান্তে সেবা এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর।
তিনি বুধবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজারে ৩নং কাজলসার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চৌকস এ পুলিশ অফিসার আরো বলেন, আমাদের মূল লক্ষ্য কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান করা। সব কাজ কখনোই পুলিশের পক্ষে একা করা সম্ভব নয়, এজন্য এ কার্যক্রমকে আরো জোরদার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি কমিউনিটি পুলিশিং কমিটিতে কোন বিতর্কিত ব্যক্তি, মাদক ব্যবসায়ী, আসামী, দাঙ্গাবাজ, খারাপ লোক ও চিহ্নিত অপরাধীকে অন্তর্ভুক্ত না করার জন্য সকলের প্রতি আহবান জানান।
৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্করের সভাপতিত্বে ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালীর পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশং অফিসার জকিগঞ্জ থানার এস আই মোহন রায়।
৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মাওলানা কফিলুজ্জামান কফিল, ৭নং ওয়ার্ড সদস্য ফারুক আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ মেম্বার, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সুবহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সহ সভাপতি আশরাফুল আম্বিয়া, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান ও ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল কাহের মাসুদ তালুকদার।
কমিউনিটি পুলিশং বিষয়ের অভিব্যক্তি ব্যাক্ত করেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রুশনা বেগম রফা, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, আটগ্রাম বাসষ্টেশন বাজারের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, আরব আমিরাত আবির শাখা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমীন রুমেল, যুবলীগ নেতা আব্দুল মুনিম, জামাল উদ্দিন ও বানেশ্বর বিশ্বাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আছিয়া বেগম, সালেহা বেগম, ৫নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম হিরা, ৩নং ওয়ার্ড সদস্য এবাদুর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য রসলাল বিশ্বাস, জকিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান, এসআই মোঃ সম্রাজ মিয়া, এএসআই রেহান আহমদ, পুলিশ সদস্য রনি, উপজেলা শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ কয়েছ, শিক্ষক ইসমাইল হোসেন, ছাত্রলীগের মিজান, সুমন, মুন্না ও সালমান প্রমূখ।
সভা শেষে কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্করকে আহবায়ক ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালীকে যুগ্ম আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর কমিটি গঠন করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !