স্টাফ রিপোর্টার
সিলেটের জকিগঞ্জ থানা এলাকায় অপরাধ প্রবণতা দূরীকরণ ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে পুলিশি কার্যক্রম আরো জোরদার করতে এবং মাঠ পর্যায়ের অপরাধের তথ্য সংগ্রহ করতে কমিউনিটি পুলিশিং ও সম্প্রসারিত বিট পুলিশিং এবং মাদক নির্মূলে সহায়তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। "পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই শ্লোগানকে সামনে রেখে জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ জকিগঞ্জ থানা পুলিশ নতুন আঙ্গীকে এগিয়ে যেতে চায়।
এ লক্ষ্যে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের উপজেলার ১টি পৌরসভা সহ ৯টি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং ও সম্প্রসারিত বিট পুলিশং কার্যক্রম আরো শক্তিশালী করতে নতুন কমিটি গঠনের তারিখ ঘোষণা করেছেন।
ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ৪ জানুয়ারী শনিবার বেলা ২ ঘটিকায় বিরশ্রী ইউনিয়ন, ৫ জানুয়ারী রোববার বেলা ২ ঘটিকায় খলাছড়া ইউনিয়ন, ৬ জানুয়ারী সোমবার বেলা ২ ঘটিকায় বারঠাকুরী ইউনিয়ন, ৭ জানুয়ারী মঙ্গলবার বেলা ২ ঘটিকায় মানিকপুর ইউনিয়ন, ৮ জানুয়ারী বুধবার বেলা ২ ঘটিকায় কাজলসার ইউনিয়ন, ৯ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় জকিগঞ্জ ইউনিয়ন, ১০ জানুয়ারী শুক্রবার বেলা ২ ঘটিকায় বারহাল ইউনিয়ন, ১১ জানুয়ারী শনিবার বেলা ২ ঘটিকায় সুলতানপুর ইউনিয়ন, ১২ জানুয়ারী রোববার বেলা ২ ঘটিকায় কসকনকপুর ইউনিয়ন ও ১৩ জানুয়ারী সোমবার বেলা ২ ঘটিকায় জকিগঞ্জ পৌরসভার নতুন কমিটি গঠন করা হবে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের জানান, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ওয়ার্ড সদস্য, সাবেক সদস্য, সংরক্ষিত ওয়ার্ড সদস্য, প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারী, মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত সকল সরকারী কর্মকর্তা, সাংবাদিক, বাজার কমিটির সভাপতি, পরিবহন কমিটির সভাপতি, সকল স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক, অধ্যক্ষ, মসজিদের ইমামসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন বিশেষ কারণে কোন তারিখ পরিবর্তন হলে পরবর্তীতে জানানো হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !