স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামে নানা বাড়ি বেড়াতে গিয়ে বুধবার বিকালে পুকুরে ডুবে মাইশা (০১) নামের এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের কিয়াম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, উপজেলার কচুয়া গ্রামের মৃত ফজলুর রহমান উরফে ফজাই মিয়ার মেয়ে লিমা বেগম বাবার বাড়ি বেড়াতে আসলে পাশ্ববর্তী বাড়ির পুকুরে ডুবে তার ১৪ মাস বয়সী শিশুকন্যা মাইশা মরা যায়। এনিয়ে শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় ও জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।
জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামে নানা বাড়ি বেড়াতে গিয়ে বুধবার বিকালে পুকুরে ডুবে মাইশা (০১) নামের এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের কিয়াম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, উপজেলার কচুয়া গ্রামের মৃত ফজলুর রহমান উরফে ফজাই মিয়ার মেয়ে লিমা বেগম বাবার বাড়ি বেড়াতে আসলে পাশ্ববর্তী বাড়ির পুকুরে ডুবে তার ১৪ মাস বয়সী শিশুকন্যা মাইশা মরা যায়। এনিয়ে শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় ও জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !