স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধের চেতনায় সারাদেশের ন্যায় জকিগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জকিগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন ও জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসেরসহ মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ, আনসার সদস্য, স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। বরাবরের মতো ঐতিহ্যবাহী লাঠি খেলা ও বালিশ দৌড় প্রতিযোগিতা দর্শকদের দৃষ্টি কাঁড়ে। একই মাঠে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। ভবনে ভবনে তোলা হয় জাতীয় পতাকা। মসজিদ মন্দিরে দোয়া ও উপাসনার আয়োজন করা হয়। এছাড়া রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মাওলানা এমএ সবুর উপস্থিত হয়ে আয়োজকদের উৎসাহিত করেছেন। উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। এসব অনুষ্ঠানে রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !