স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের দিঘালিয়া গ্রামে অভিযান চালিয়ে সোমবার বিকালে ৫০২ পিছ ইয়াবা সহ ১ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। আটক এনাম উদ্দিন (৪২) উপজেলার দিঘলিয়া গ্রামের মোঃ হারিছ আলীর ছেলে।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশ জকিগঞ্জের সীমান্তবর্তী দিঘলিয়া গ্রামের পার্শ্ববর্তী সুরমা নদীর পাড়ে সরকারী পানির ট্যাংকির সামনে থেকে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী আসামী এনাম উদ্দিনকে পুলিশ গ্রেফতার করলে তার পরনের লুঙ্গির কোচর হইতে ৫০২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ ইয়াবা জব্দ করে। ওসি মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হওয়ার আহবান জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !