স্টাফ রিপোর্টার
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মোঃ মোস্তাক আহমদের (৩৯) বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে দেশে তৈরি সচল একটি পাইপগান ও পাঁচ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় বাড়ির মালিক মৃত আছদ্দর আলীর ছেলে মোঃ মোস্তাক আহমদ উরফে জলা মোস্তাক (৩৯)কে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কাপনা গ্রামের মোস্তাক আহমদের বসতঘরে পুলিশ অভিযান চালিয়ে নিজ ঘরের দক্ষিণ পাশের সানসেডের উপরে পশ্চিম কোণে গোলাপী রংয়ের শপিং ব্যাগের ভিতরে একটি দেশীয় তৈরী সচল পাইপগান ও খাটের নীচে ট্রাংকের মধ্য থেকে পাঁচ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের জানান, উদ্ধারকৃত অস্ত্র, গুলি জব্দতালিকা মূলে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তাক আহমদ উরফে জলা মোস্তাকের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।
উল্লেখ্য যে, আটক মোস্তাক আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। তন্মধ্যে জকিগঞ্জ থানার মামলা নং-১২, তাং-১৮/০৩/২০১৬ইং, ধারাঃ ৩৯৫/৩৯৭ দঃ বিঃ। জকিগঞ্জ থানার মামলা নং-০২, তাং-০৩/০২/২০০৬ ইং, ধারাঃ ৩৮২ দঃ বিঃ। বিয়ানীবাজার থানার মামলা নং-১৬, তাং-২৯/০৩/২০০৬ইং, ধারাঃ ৩৯৫/৩৯৭ দঃ বিঃ,। জকিগঞ্জ থানার মামলা নং-২১, তাং-১৬/০৮/২০১৯ ইং, ধারাঃ ৩৯৫/৩৯৭ দঃ বিঃ মামলা উল্লেখযোগ্য।
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মোঃ মোস্তাক আহমদের (৩৯) বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে দেশে তৈরি সচল একটি পাইপগান ও পাঁচ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় বাড়ির মালিক মৃত আছদ্দর আলীর ছেলে মোঃ মোস্তাক আহমদ উরফে জলা মোস্তাক (৩৯)কে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কাপনা গ্রামের মোস্তাক আহমদের বসতঘরে পুলিশ অভিযান চালিয়ে নিজ ঘরের দক্ষিণ পাশের সানসেডের উপরে পশ্চিম কোণে গোলাপী রংয়ের শপিং ব্যাগের ভিতরে একটি দেশীয় তৈরী সচল পাইপগান ও খাটের নীচে ট্রাংকের মধ্য থেকে পাঁচ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের জানান, উদ্ধারকৃত অস্ত্র, গুলি জব্দতালিকা মূলে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তাক আহমদ উরফে জলা মোস্তাকের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।
উল্লেখ্য যে, আটক মোস্তাক আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। তন্মধ্যে জকিগঞ্জ থানার মামলা নং-১২, তাং-১৮/০৩/২০১৬ইং, ধারাঃ ৩৯৫/৩৯৭ দঃ বিঃ। জকিগঞ্জ থানার মামলা নং-০২, তাং-০৩/০২/২০০৬ ইং, ধারাঃ ৩৮২ দঃ বিঃ। বিয়ানীবাজার থানার মামলা নং-১৬, তাং-২৯/০৩/২০০৬ইং, ধারাঃ ৩৯৫/৩৯৭ দঃ বিঃ,। জকিগঞ্জ থানার মামলা নং-২১, তাং-১৬/০৮/২০১৯ ইং, ধারাঃ ৩৯৫/৩৯৭ দঃ বিঃ মামলা উল্লেখযোগ্য।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !