স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস। পাকিস্তানি ঔপনিবেশিক শাসন, শোষণ, নির্যাতনের শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মুক্তির জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়। একাত্তরের ১৬ ডিসেম্বর বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই দিনটি বাঙালি জাতির জীবনে সর্বোচ্চ গৌরবের একটি অবিস্মরণীয় দিন। মহান এই দিনটিকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ১৬ ডিসেম্বর পালিত হবে।
এ উপলক্ষে সোমবার জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনূষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের সভাপতিত্বে এ সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুশংকর পাল, ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান, ২নং বিরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু, ৪নং খলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদ, ৮নং কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, পল্লী বিদ্যুৎ জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনিন সুলতানা, প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা বিধান রায়, পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. ফাল্গুনী ভট্টাচার্য্য, সীমান্তিক পরিচালনা পর্ষদের শফিকুল হক তাপাদার, জকিগঞ্জ টাউন ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ ও জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
প্রস্তুতি সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ডিসপ্লে প্রদর্শন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !