স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের হাটবাজারে ইচ্ছেমত দামে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করছেন। কোন কোন বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ২শ থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে ।
বিষয়টি জানতে পেরে বাজার নিয়ন্ত্রণে সোমবার উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ একদল পুলিশ নিয়ে শরিফগঞ্জ বাজার ও বাবুর বাজারে পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দাম বৃদ্ধির সত্যতা পেয়ে বিভিন্ন দোকানে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানিয়েছেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পেঁয়াজ মজুদ করে কেউ ১২০ টাকার বেশী দামে বিক্রি করার সত্যতা পাওয়া গেলে শাস্তিভোগ করতে হবে। তিনি দু'টি বাজারে অভিযান পরিচালনার সময় প্রায় ৪০ জন ক্রেতা ১২০ টাকা দামে পেঁয়াজ কিনে নিয়েছেন।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের অভিযানের খবর পেয়ে বাবুর বাজার ও শরিফগঞ্জ বাজারের ব্যবসায়ীরা পেঁয়াজ দোকান থেকে সরিয়ে ফেলেন। বাবুর বাজারে অভিযান পরিচালনার সময় বেশীর ভাগ দোকানে পেঁয়াজ ছিলো না। নির্বার্হী কর্মকর্তা অভিযান শেষে বাজার ত্যাগ করার পরপর আবারো অসাধু ব্যবসায়ীরা বেশী দামে পেঁয়াজ বিক্রি করতে শুরু করে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !