স্টাফ রিপোর্টার
দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন 'জকিগঞ্জ টিভি'র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
১৬নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। দুই বিভাগে বিভক্ত ছোট্র আঁকিয়ে বন্ধুদের আঁকা ছবি নজর কাড়ে সকলের।
সকাল এগারোটায় পরিবেশিত হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত। সাড়ে এগারোটায় কেক কেটে শুরু হয় আলোচনা সভার কার্যক্রম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকের চীফ পেট্রোন, রুপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর আহমদ আল কবির।
প্রোগ্রাম উপস্থাপক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মিনহাজ।
ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিতের সভাপতিত্বে ও ডিরেক্টর জামাল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শামিম আহমদ, সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাছের, সীমান্তিক ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুর রউফ তাপাদার, কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান, জকিগঞ্জ ভিউ টোয়েন্টিফোর ডটকম'র সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী, নাজাত ফাউন্ডেশনরর চেয়ারম্যান মাওলানা কামাল আহমদ, সেক্রেটারি কাওছার আহমদ, লতিফিয়া ইসলামিক আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ইয়াহইয়া আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মঞ্জুর, সেক্রেটারি আবু সাইদ মো. আশিক, সার্জেন্ট বেলাল আহমদ, ডা. হাবিবুল্লাহ মিসবাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক,মো. মোস্তফা আহমদ, লায়েক আহমদ, সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি হাবিবুর রহমান, জেডএসসি'র সহ সভাপতি তারেক আহমদ, রক্তাঙ্গন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোসলেহ আহমদ প্রমূখ।
এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদানের পাশাপাশি উপস্থিত সকলকে পরিবেশ বান্ধব গাছ প্রদান করা হয়। আঞ্চলিক ভাষায় দর্শক পর্ব পরিচালনা করেন জে এফ চৌধুরী ফাহিম। বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ স্মারক 'শেকড়'র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিস ম্যানেজার আহমদ হোসাইন আইমান, জাকির হুসেন, জুয়েল মাহমুদ, সালমান মাহমুদ, আব্দুল হালিম, আহমদ আল শামিম, ইমরান হুসেন শাহরিয়ার, আল আমিন, আবির আল নাহিয়ান প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !