স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের উত্তরে নানকার এলাকায় একটি জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হযরত হাফিজ মোঃ আব্দুল গণী মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। স্থানীয় মুসল্লিদের সুবিধা প্রদানের লক্ষে মসজিদের ভূমি প্রদান ও নির্মাণ ব্যায় প্রদান করছেন কামালপুর গ্রামের সন্তান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রশীদ আহমদ হানিফ।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি বলেন, আমার মরহুম বাবা হাজী জালাল উদ্দিন আহমদের ইচ্ছা ছিল এই এলাকায় একটি মসজিদ প্রতিষ্ঠার। সম্প্রতি এ এলাকায় একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যদিয়ে আমি আমার বাবার স্বপ্ন পূরণে সক্ষম হলাম। আজ আমার বাবা বেঁচে থাকলে সত্যিই আনন্দিত হতেন।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আতিকুর রহমান, নুরুল ইসলাম (লালই মিয়া) ও ব্যবসায়ী হাসান আহমদ প্রমুখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !