স্টাফ রিপোর্টার
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় দুর্বৃত্তের হামলায় সোমবার রাত ১১টা ৩০ মিনিটের সময় জুবায়ের আহমদ (১৮) নামের এক তরুণ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত গোটারগ্রামের মৃত হাজী খলিলুর রহমানের ছেলে। সে রাজধানীর ধানমন্ডি পিলখানা রোডের সীমান্ত স্কয়ারের ম্যাসিং স্পট নামে একটি রেস্টুরেন্টে কাজ করতো বলে নিহতের পরিবার জানিয়েছেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, জুবায়ের আহমদ প্রায় দুই মাস থেকে ঢাকার বিভিন্ন রেস্টেুরেন্টে কর্মচারীর কাজ করে আসছে। সোমবার রাতে রেস্টুরেন্টে কাজ শেষে জিগাতলার বাসায় যাওয়ার পথে স্থানীয় পার্কের পাশে একদল দুর্বৃত্ত গতিরোধ করে তার বুকে ভাঙ্গা টাইলস দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টা ৩০ মিনিটের দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহতের সত্যতা স্বীকার করে ধানমন্ডি থানার ওসি (তদন্ত) পারভেজ ইসলাম পিপিএম জানান, সে ছিনতাইকারীদের হাতে নিহত হয়নি। নিহত জুবায়ের ও তার সহপাঠি নোয়াখালির শহিদ একটি অসৎ উদ্দেশ্যে স্থানীয় পার্কে গেলে অপর একটি পক্ষের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। মারামারিতে সে নিহত হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা নেয়া হচ্ছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !