স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস এএলআরডি’র সহযোগিতায় পালন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা এসডিএস। শুক্রবার পৌর এলাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে সমাজকর্মী তুতিউর রহমানের সভাপতিত্বে ও এসডিএস’র নির্বাহী পরিচালক আব্দুল হামিদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা এনামুল হক সরকার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলোয়ার হোসেন ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ূ পরিবর্তনের কারণে দেশের নারী ও মেয়েরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পরিবর্তিত জলবায়ুর কারণে দেশে প্রতি বছর অতিবৃষ্টি ও অনাবৃষ্টি এবং অকাল বন্যা হচ্ছে। যার প্রভাব দেশের অর্থনীতির উপর পড়ছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !